বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন

রাজারহাটে মহানবী (সাঃ) নিয়ে ফেসবুকে কটুক্তি করায় ২জন আটক, মুসল্লিদের বিক্ষোভ

রিপোর্টারের নাম / ১৪৬ টাইম ভিউ
Update : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

আমিনুল ইসলাম:

কুড়িগ্রামের রাজারহাটে মহানবী (সাঃ) নিয়ে ফেসবুকে কটুক্তি করায় শাহীন ও লাভলু নামের দুই কুটক্তিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(১২অক্টোবর)সকালে শাহীন আলম নামের এক ফেসবুক আইডিতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর রাজারহাট উপজেলার শান্তি প্রিয় মুসলমানগণ ক্ষিপ্ত হয়ে উঠেন। ওইদিন দুপুরে বেশকিছু মুসল্লি রাজারহাট থানায় অবস্থান করে কুটুক্তিকারী শাহীন আলমের গ্রেফতারের দাবী জানান। পরে দফায় দফায় মুসল্লিরা রাজারহাট বাজারের বিভিন্ন সড়কে শাহীন আলমের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন।

পরবর্তীতে উক্ত ফেসবুক পোস্টটি জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের নজরে আসলে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার কুড়িগ্রামের নেতৃত্বে কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী সহ একটি চৌকস টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে উক্ত কটুক্তিকারী শাহীন আলমকে দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম সদর থেকে গ্রেফতার করে এবং তার তথ্যের ভিত্তিতে এই ঘটনার সাথে জড়িত লাভলু নামের আরো একজনকে উলিপুরের মন্ডলের হাট এলাকা থেকে বিকাল ৪টায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তকারী শাহীন আলম (২৮) রাজারহাট উপজেলার ফুলবাড়ি উপেনচৌকি গ্রামের মোঃ রফিক মিয়ার ছেলে এবং লাভলু মিয়া (২৯) উলিপুর উপজেলার মন্ডলের হাট ব্যাপারী পাড়া এলাকার বাসিন্দা। এ ব্যাপারে রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর-০৬, তারিখ: ১২/১০/২৪ইং।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম রেজা বলেন, উক্ত ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে পুলিশী অনুসন্ধান অব্যহত রয়েছে।

কুড়িগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহফুজুর রহমান জানান, অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর