মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৩:১৩ অপরাহ্ন
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে নাগরিক উদ্যোগে ৬দিন ব্যাপী বই মেলার উদ্বোধন করেন জনপ্রিয় কথাসাহিত্যিক তৌহিদুর রহমান। রবিবার(১২মার্চ) বিকেল ৫টায় জেলা শহরের আউটার স্টেডিয়াম ও বিজয়স্তম্ভে মেলার উদ্বোধন করা হয়। জেলা ও জেলার বাইরে ৩০টি জনপ্রিয় প্রকাশনী প্রতিষ্ঠান বই’র সম্ভার সাজিয়ে মেলায় নিয়ে এসেছে প্রাণের স্পন্দন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ । এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেলা কমিটির সদস্য সচিব সিনিয়র সাংবাদিক সফি খান, মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, কথা সাহিত্যিক আবু রায়হান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক প্রমুখ।
নাগরিক উদ্যোগে আয়োজিত বই মেলাটি ১২ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত মেলার পাশাপাশি থাকবে বিভিন্ন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।