বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:১৩ অপরাহ্ন
ঢাকার কুর্মিটোলায় গভীর রাতে প্রাইভেটকারের ধাক্কায় ভাই-বোন নিহত হয়েছেন। নিহত দুজন হলেন শামীম (৩৫) এবং জান্নাত আক্তার (১৮)। তারা চাচাত ভাই-বোন।
শুক্রবার(৩০জুন) রাতে তারা একটি মোটরসাইকেলে বিমানবন্দর সড়ক দিয়ে যাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে কুর্মিটোলা গলফ ক্লাবের সামনে একটি প্রাইভেটকার ওই মোটরসাইকেল ধাক্কা দেয়।-খবর তোলপাড় ।
ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় জান্নাত ঘটনাস্থলে এবং শামীম সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঈদের রাতে কুড়িলে নিজের বাসা থেকে ভাষানটেকে আরেক বোনের বাসায় যাচ্ছিলেন শামীম।
শামীমের ভগ্নিপতি সাইফুল ইসলামের বরাত দিয়ে পুলিশ জানায়, দুটি মোটরসাইকেল করে তারা চলছিলেন। একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন শামীম। তাতে সাইফুলের মেয়ে সাদিয়া (৯) এবং জান্নাত ছিলেন। অন্য মোটরসাইকেলে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে চলছিলেন সাইফুল।
গলফ ক্লাবের সামনে একটি দ্রুতগামী প্রাইভেটকার শামীমের মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়েন রাস্তায়।
সাদিয়া এখন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি আছে। তার অবস্থা গুরুতর বলে জানান পুলিশ কর্মকর্তা হুমায়ুন।
তিনি বলেন, প্রাইভেটকারটির চালক সাঈদ নবীকে পুলিশ গ্রেপ্তার করেছে।-সম্পাদনায় প্রহলাদ মন্ডল সৈকত।