বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:২২ অপরাহ্ন
সংবাদদাতা, গবিন্দগঞ্জ(গাইবান্ধা):
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পান্থপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের চালকসহ ঘটনাস্থলে দুইজন নিহত হন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- ঢাকার খিলক্ষেত এলাকার বাসিন্দা আবুল বাশার (৬০) ও কুমিল্লার দাউদকান্দির মেঘনা আলীপুর এলাকার প্রাইভেটকারচালক মো. মিজান (৩৫)।
গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার জানান, প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো খ- ১২-৩০৮৬) ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। পান্থপাড়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পলাবাড়ী এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব- ১৫-৫২৭৪) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ দুজন নিহত হন। প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার তৎপরতা চালান।
ওসি আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যান। বাস ও প্রাইভেটকার থানার নেওয়া হয়েছে।-সম্পাদনায় দিপালী রানী রায়।