বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৪০ অপরাহ্ন
ঢাকার ফার্মগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য মারা গেছে। তার নাম মনিরুজ্জামান তালুকদার। তিনি পুলিশের ট্রাফিক বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
ফার্মগেটের সেজান পয়েন্ট শপিং মলের সামনে শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।-খবর তোলপাড় ।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মনিরুজ্জামানকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
জানা গেছে, ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে সকালে ঢাকায় ফিরেছেন। তার গ্রামের বাড়ি শেরপুর। ট্রেনে করে ঢাকায় এসে তেজগাঁও রেল স্টেশনে নেমে পায়ে হেটে কর্মস্থলে ফিরছিলেন।
নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।