সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদদাতা: ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপা হাটে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে এক হাজার টাকা দরে। ব্যবসায়ী ও ক্রেতারা জানান, জীবনে এই প্রথম কাঁচামরিচের এত দাম দেখলেন।
শনিবার(১জুলাই) হাটের খুচরা ব্যবসায়ীরা জানান, সকাল ৮টার দিকে হাট শুরু হলে চাষিরা পাইকারি প্রতি কেজি বিক্রি করছিল ৭০০ টাকা। এরপর পাইকারি বাজারে দাম বাড়তে থাকে।
তবে দেশের অন্যতম কাঁচা মরিচ উৎপাদনকারী এলাকা ঘুরে দেখা গেছে, সকালে দাম ছিল প্রতি কেজি ৮০০ টাকা। আর খুচরা বাজারে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম চাচ্ছেন।
শৈলকুপা বাজারের খুচরা বিক্রেতা মজিবর রহমান প্রতি কেজি এক হাজার টাকা দাম হাঁকাচ্ছেন। তিনি জানান, পাইকারি বাজারে দাম বেড়ে গেছে। এজন্য খুচরা বাজারেও দাম বেড়ে গেছে।
অপর কাঁচামাল ব্যবসায়ী ইউনুস আলী জানান, তিনি প্রতিদিন ২ থেকে ৩ মণ কাঁচামরিচ বিক্রি করেন। শনিবার তিনি ১০ কেজিও মরিচ কিনতে পারেননি। যা পেয়েছেন, তা এক হাজার টাকা কেজি দরে বিক্রি করছেন।
সকাল ৯টার দিকে গোবিন্দপুর গ্রামের চাষি আদালাত হোসেন জানান, এবার ১০ কাঠা জমিতে মরিচ চাষ করেছেন। মরিচ কম ধরছে। ফুল পচে যাচ্ছে। শনিবার ২ কেজি মরিচ হাটে এনেছেন। ৮০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন বলে জানান তিনি।