কুড়িগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকের নামে মামলা ও হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির সূর্য:
কুড়িগ্রাম প্রেসক্লাবের ৩ সাংবাদিককে উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা মামলার আসামি করা ও অপর এক সাংবাদিককে লাঞ্ছিত করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ। প্রতিবাদ সভায় কুড়িগ্রামে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মামলায অভিযুক্ত এই ৩ সাংবাদিকসহ কুড়িগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকরা ছাত্র আন্দোলনের পক্ষে থেকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সরকারি দলের রোষাণলে পড়েছিল ঘটনার দিন। তাদের প্রেসক্লাবসহ দুটি জায়গায় অবরুদ্ধ করে রাখা হয়েছিল দীর্ঘ সময় ধরে। অথচ তাদের বিরুদ্ধে হত্যা মামলা একটি জঘন্যতম ষড়যন্ত্র। অবিলম্বে ৩ সাংবাদিকের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান তারা। এছাড়াও ঘটনার দিন জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদের নেতৃত্বে শহরের পৌরবাজারে অবস্থিত কুড়িগ্রাম টেলিভিশন সাংবাদিক ফোরাম অফিসে হামলা ও ফোরাম সভাপতি ইউনুছ আলীকে মারধর করা হয়। এ ঘটনায় লাঞ্ছিত সাংবাদিক ইউনুছ আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করলেও পুলিশ কাউকে গ্রেফতার পারে নি। তাই ৩ সাংবাদিকের নামে মামলা প্রত্যাহার ও অপর সাংবাদিকের করা মামলার অভিযুক্তদের গ্রেফতারের জোড়ালো দাবী জানানো হয়।
অন্যথায় সাংবাদিক হয়রাণির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তারা।
উল্লেখ্য গত ১০ অক্টোবর কুড়িগ্রাম সদর থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ধারী রুহুল আমিন অপর ছাত্র আশিক হত্যা মামলার ১০৪ অভিযুক্তের মধ্যে ৩সাংবাদিককে জড়িয়ে অভিযোগ দায়ের করে। পুলিশ কোনোরূপ তদন্ত ছাড়াই মামলাটি রেকর্ড করে। এ মামলায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, কালেরকন্ঠ ও ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক, নিউজ টোয়েন্টিফোর ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি হুমায়ূন কবির সূর্য, প্রেসক্লাবের অন্যতম সদস্য, এটিএন বাংলা ও এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি ইউসুফ আলমগীরকে দেখানো হয়েছে। অপর ঘটনায় সাংবাদিক ইউনুছ আলীকে মারধরের মামলায় অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে না অজ্ঞাত কারণে। এসব ঘটনার প্রতিবাদে কুড়িগ্রামের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা প্রতিবাদ কর্মসূচি পালন করছে। বুধবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে।