বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:০৬ অপরাহ্ন
সংবাদদাতা, নীলফামারী:
নীলফামারীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন ওরফে শাহিনুর ইসলাম(৪২) নামের এক মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ।
রবিবার (২ জুলাই) সদর উপজেলার গোড়গ্রাম কীর্তনীয়া পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহিনুর ইসলাম ওই গ্রামের সামছুদ্দিনের ছেলে।
থানা পুলিশ জানায়, তিন বছর ধরে হযরত ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসায় আবাসিক থেকে পড়াশুনা করছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। গত ২৯ জুন রাতে মাদ্রাসার একটি কক্ষে কৌশলে ডেকে নিয়ে গিয়ে ভুক্তভোগী ছাত্রীকে ধর্ষণ করে ওই মাদ্রাসার শিক্ষক শাহিনুর ইসলাম। পরে বিষয়টি জানতে পেরে থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরে আমরা অভিযুক্ত শিক্ষককে আটক করি। পরে আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।