এম এইচ শাহীন, উলিপুর (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সময় দুই জুয়াড়ীকে হাতে হাতে আটক করে উলিপুর থানা পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের কুড়ারপাড় গ্রামে দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকার জুয়া খেলা অনেকে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে, ভেঙেছে অনেকের সাজানো গোছানো সংসার। অনেকেই হয়েছেন স্বামী ছাড়া।
এ অভিযোগে প্রেক্ষিতে শনিবার রাত দেড়টার দিকে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এস আই আজাহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ জুয়ার আসরে হানা দেয়। পুলিশি উপস্থিতি টের পেয়ে অন্যান্য জুয়াড়ীরা পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ জুয়াড়ি মুকুল মিয়া (৩৮) পিতা মৃত জহির ও আলামিন(৩৮) পিতা মৃত আব্দুল জলিলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
পরে আজ রবিবার বিকেল পাঁচটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মাহমুদুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উভয়ের ৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১শ টাকা করে জরিমানা করেন।