সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০০ অপরাহ্ন

নোটিশ :

দৈনিক তোলপাড় এর পক্ষ থেকে সকল পাঠক লেখক সাংবাদিক ও শুভানুধায়ীকে প্রাণঢালা অভিনন্দন। আনন্দের সাথে জানাচ্ছি যে, পত্রিকাটি বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা উপজেলা থানা কলেজ ক্যাম্পাস-এ এক ঝাঁক তরুন-তরুনী সাংবাদিক নিয়োগ করতে যাচ্ছে । আগ্রহীরা দ্রুত এক কপি ছবিসহ প্রধান সম্পাদক বরাবর আবেদন করুন.. আবেদন পাঠানোর ঠিকানা-dailytolpercv@gmail.com              এছাড়া বিশেষ ৫০% ছাড়ে  সারাবিশ্বে প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা-dailytolpernews@gmail.com যোগাযোগ করুন-+88 01915394614, +8801719026700

ব্রেকিং নিউজ :
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানে শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান ও কুড়িগ্রামের শ্রেষ্ঠ ইউএনও রাসেদুল হাসান পুলিশের সহায়তায় হারিয়ে যাওয়া বৃদ্ধা আছিয়া খুঁজে পেল পরিবার প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানে কুড়িগ্রামের শ্রেষ্ঠ ইউএনও রাসেদুল হাসান রাজারহাটে ভারি বৃষ্টিপাতে জনদূর্ভোগ, বিপাকে নিম্ন আয়ের মানুষ পাওনা টাকার জন্য কৃষককে শিকলে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ ‘আর নিউজ করিস, তারপর দেখব তোরে কে বাঁচাতে আসে’ পিবিআই মামলা তদন্তে দক্ষতায় নতুন মাত্রা যোগ করেছে জানিয়েছে বাংলাদেশের আইজিপি ৩দিনের মধ্যে পরীমণির ‘পাফ ড্যাডি’ বন্ধের নোটিশ নির্বাচনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি জানিয়েছে বাংলাদেশের মহাপরিচালক খালেদা জিয়াকে মুক্তি দিতে বিএনপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

দাদার ইচ্ছা পূরণ: পালকিতে বউ আনলো নাতি

সংবাদদাতা, কুড়িগ্রাম:

৪বেহালার পাল‌কি, পর‌নে কা‌লো শেরওয়া‌নি, মাথায় পাগ‌ড়ি প‌রে শতাধিক বরযা‌ত্রী নি‌য়ে নববধূ‌কে আনতে যা‌চ্ছে বর। গ্রাম বাংলার হারা‌নো এই ঐতিহ্য হঠাৎ দেখ‌তে পে‌য়ে এলাকার মানুষজন যেমন হয়েছেন অবাক তেমনি পেয়েছেন আনন্দ।

শ‌নিবার (১ জুলাই) এমন দৃশ্য দেখা গে‌ছে কু‌ড়িগ্রা‌মের চিলমারী উপ‌জেলার রমনা এলাকায়। বর জাকা‌রিয়া সরকার স্ত্রী‌কে বরণ কর‌তে এই ব্যতিক্রমী উদ্যোগ নেন।

জানা যায়, বর জাকা‌রিয়া সরকার উপ‌জেলার রমনা মডেল ইউনিয়‌নের সরকারপাড়া গ্রা‌মের ব্যবসায়ী খ‌লিলুর রহমান সরকা‌রের ছেলে। এক ছে‌লে এক মে‌য়ের ম‌ধ্যে জাকা‌রিয়া বড়। তি‌নি জগন্নাথ বিশ্ব‌বিদ্যালয় থে‌কে স্নাত‌কত্তোর পাস ক‌রে‌ন। বর্তমা‌নে তি‌নি বাবার ব্যবসা দেখাশুনা কর‌ছেন। কনে ফাতেমাতুজ জোহরা পিয়ার বাড়িও একই এলাকায়। তিনি ব্যবসায়ী আবু জেয়াদ আজাদ বিপ্লবের মেয়ে। তার দুই সন্তা‌নের ম‌ধ্যে পিয়া বড়। পিয়া হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। শ‌নিবার বি‌কে‌লে পা‌রিবা‌রিকভা‌বে তা‌দের বি‌য়ে হয়।

বি‌য়ের দাওয়াতে যাওয়া আবু ছা‌লেহ, শ‌ফিকুল ইসলামসহ অনেকেই জানান, পাল‌কি এক‌টি পুর‌নো ঐতিহ্য। এই যু‌গে বি‌য়ে‌তে সচরাচর বাস-মাইক্রোবাস, হেলিকপ্টারসহ আধুনিক বাহন দেখা যায়। কিন্তু জাকা‌রিয়ার বি‌য়ে‌ পাল‌কি দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি। বিষয়‌টি সবাইকে মুগ্ধ ক‌রে‌ছে। বর জাকারিয়ার গায়ে হলুদ থেকে শুরু করে বি‌য়ের প্রত্যেকটি আনুষ্ঠা‌নিকতাই ছিল জাঁকজমকপূর্ণ।

গায়ে হলুদ উপলক্ষ্যে পুরুষ‌দের জন্য ১৫০পিস পাঞ্জাবি, নারী‌দের জন্য ২০০ পিস শাড়ী উপহার দেন তি‌নি।

কনের বাবা আবু জেয়াদ আজাদ বিপ্লব ব‌লেন, আমরা একই গ্রা‌মের বাসিন্দা। বি‌য়েতে পাল‌কি থাক‌বে এটা দুই প‌রিবা‌রের সম্ম‌তি ছিল। পা‌ল‌কি গ্রাম বাংলার এক‌টি হারা‌নো ঐতিহ্য। এ প্রজন্ম পাল‌কির নাম শুন‌লেও চো‌খে দে‌খে‌নি। হারা‌নো ঐতিহ্যকে ধ‌রে রাখ‌তেই আমা‌দের এই আয়োজন।

বর জাকা‌রিয়া সরকার বলেন, বেশ ক‌য়েক বছর আগে আমার দাদা ওসমান আলী সরকার মারা গেছেন। দাদার ইচ্ছে ছিল একমাত্র না‌তির বি‌য়ে হ‌বে পাল‌কি‌তে করে। তাছাড়া কা‌লের বিবর্ত‌নে গ্রাম বাংলার ঐতিহ্য পাল‌কি বিলুপ্ত হ‌য়ে গে‌ছে। দাদার ইচ্ছে পূরণ এবং হারা‌নো ঐতিহ্য ফি‌রি‌য়ে আন‌তে মূলত এই আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

https://www.facebook.com/bdlivessports

দৈনিক তোলপাড় এর পক্ষ থেকে সকল পাঠক লেখক সাংবাদিক ও শুভানুধায়ীকে প্রাণঢালা অভিনন্দন। আনন্দের সাথে জানাচ্ছি যে, পত্রিকাটি বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা উপজেলা থানা কলেজ ক্যাম্পাস-এ এক ঝাঁক তরুন-তরুনী সাংবাদিক নিয়োগ করতে যাচ্ছে ।

আগ্রহীরা দ্রুত এক কপি ছবিসহ প্রধান সম্পাদক বরাবর আবেদন করুন.. আবেদন পাঠানোর ঠিকানা-dailytolpercv@gmail.com

এছাড়া বিশেষ ৫০% ছাড়ে সারাবিশ্বে প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা-dailytolpernews@gmail.com যোগাযোগ করুন-+88 01915394614, +8801719026700


© All rights reserved © 2020 দৈনিক তোলপাড়
Design & Developed BY Khan IT Host
error: Content is protected !!