সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৬ অপরাহ্ন
মোঃ এনামুল হক/ রফিকুল ইসলাম রাজারহাট(কুড়িগ্রাম):
দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ২ জুলাই ছাত্রলীগের রংপুর বিভাগীয় প্রতিনিধি সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের নির্দেশক্রমে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মো: রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক মো: সাদ্দাম হোসেন (নয়ন) স্বাক্ষরিত ২১ সদস্যবিশিষ্ট রাজারহাট উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। এতে সুমন কুমার রায়কে সভাপতি ও মো: রিয়াজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেন।
উল্লেখ্য, রাজারহাট উপজেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন ২০০৪ সালে অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ ২০ বছর ধরে আহবায়ক কমিটি দিয়ে কার্যক্রম চলে আসছিল। গত ২০ মার্চ ২০২৩ বাংলাদেশ ছাত্রলীগের রাজারহাট উপজেলা শাখার সম্মেলন সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে প্রথম অধিবেশন সম্পন্ন করে ২য় অধিবেশনে আর কমিটি ঘোষনা করা সম্ভব হয়নি। সম্মেলনের দীর্ঘ সাড়ে ৩ মাস পর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নির্দেশনায় ২ জুলাই কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে রাজারহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুনুর মো: আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু ও সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক, দৈনিক তোলপাড় পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত ও কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য সাংবাদিক মো: এনামুল হক ও সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান মো: আব্দুস ছালাম অভিনন্দন জানিয়েছেন।