শিরোনাম
স্বাধীনতা তুমি
-মোছাঃ নাজমুন নাহার খান
স্বাধীনতা তুমি আনলে বিজয়ের মালা
রাস্তায় দিয়ে রক্ত ঢালা,
ত্যাগের বিনিময়ে ছিনিয়ে আনলে
মোদের স্বাধীন বাংলা।
স্বাধীনতা তুমি আঁধারকে করলে আলো
স্বাধীনতা তুমি মোদের স্বাধীনতার
অহংকার ,
অমানুষ দের করলে কালো
চিৎকার করে গাই গান তোমার স্বাধীনতার।
স্বাধীনতা তুমি লাখো মানুষের গৌরব
প্রাণ ঢালা ভালোবাসা,
স্বাধীনতা তোমার কাছে দেশ প্রেমিকদের
লক্ষ লক্ষ আলোর আশা।
স্বাধীনতা তুমি সাহসী ভাষণ
শ্লোগানে মুখরিত জনতা,
স্বাধীনতা তুমি আন্দোলন
রক্ত দানের মহা মানবতা।
স্বাধীনতা তুমি শিশির ভেজা ঘাসে
নরম দূর্বা ঘাস,
লাখো লাখো শহীদের রক্তে পড়া
চরম বেদনার ইতিহাস।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর








Chief Editor-Dipali Rani Roy