রাজারহাটে ভাংচুর ও লুটপাটের মামলায় আওয়ামীলীগ নেতা স্বপন গ্রেফতার
প্রহলাদ মন্ডল সৈকত:
মঙ্গলবার(২২অক্টোবর) সকালে কুড়িগ্রামের রাজারহাটে ভাংচুর ও লুটপাটের মামলায় আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সাদিকুল ইসলাম স্বপন(৫০)কে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে রাজারহাট থানার পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (২১অক্টোবর) সাদিকুল ইসলাম স্বপনকে পুলিশ চায়না বাজার এলাকা থেকে আটক করে। আটককৃত স্বপন ও তার সহযোগীরা ২০১৩সালে রাজারহাট বাজারের হান্নান আলী নামের এক কাপড় ব্যবসায়ীর দোকান ভাংচুর ও লুটপাট করে। এ ব্যাপারে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেছে ক্ষতিগ্রস্থ ওই ব্যবসায়ী। সাদিকুল ইসলাম স্বপন ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরিষাবাড়ি এলাকার মনির সরকারের ছেলে। তিনি ওই ইউনিয়নের আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক।
মঙ্গলবার(২২অক্টোবর) সকালে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গ্রেফতারকৃত সাদিকুল ইসলাম স্বপন একটি মামলায় অভিযুক্ত আসামী। মঙ্গলবার(২২অক্টোবর) সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।