বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদদাতা, রাজারহাট (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ বুধবার(৫জুলাই) সন্ধ্যায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কিশোর অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৮ কিশোরসহ ৪০জনকে আটক করেছে।
পুলিশ জানায়, আটককৃত কিশোররা গ্রামের হোটেল, চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে লুডু, মোবাইল গেমস, ক্যারামবোর্ড খেলাসহ নানা অপরাধে জড়িত থাকায় পুলিশ তাদের আটক করে। আটককৃত অপর ৮ ব্যক্তি গ্রামের হোটেল- চায়ের দোকানের মালিকসহ কোন না কোন ভাবে কিশোর অপরাধের সহযোগী।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হিল জামান এর সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথম বারের মতো উপজেলা চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এবং তাদের জিম্মায় অভিভাবকদের কাছে মুচলেকা নিয়ে আটককৃতদের ছেড়ে দেয়া হতে পারে।