বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদদাতা, নেত্রকোণা:
নেত্রকোণার দুর্গাপুরে কংস নদ পারাপারের সময় নৌকাডুবির ঘটনায় ৩জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার(৭জুলাই) সকালে ঘটনাস্থলের পাশ থেকে একজন ও বারহাট্রার ফকির বাজার এলাকায় নদী থেকে ভাসমান অবস্থায় আরেকজনের মরদেহ উদ্ধার করা হয় বলে দুর্গাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব উল আহসান জানান।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে আরও জানান, বৃহস্পতিবার ভোরে নিখোঁজ ডেওটুকুন গ্রামের রেনু মিয়ার ছেলে মাদ্রাসা ছাত্র মাহবুবের মরদেহ উদ্ধার করা হয়। বাকী দুইজনের লাশ আজ সকালে পাওয়া গেছে। এ নিয়ে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।
উপজেলার মুচারবাড়ী ফেরিঘাটের কংশ নদে গত বুধবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জামধলা বাজার গোদারাঘাট থেকে নৌকার মাঝি রঙ্গু লাল ১০/১৫ জন লোক নিয়ে নদীর ওপাড়ে গুদারা ঘাটে যাচ্ছিলেন। মাঝপথে নদের স্রোতে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা ৮/১০জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও সোহেল মিয়া (১৮), এনায়েত উল্লাহ (১৬), মাহাবুব আলমসহ (১১) তিনজন যাত্রী নিখোঁজ হন।
নিহতদের পরিবারের প্রত্যেককে ২০ হাজার টাকা প্রদান করার প্রক্রিয়া চলমান।