বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদদাতা, ভোলা:
ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদীতে জেলেদেরে জালে ধরা পড়েছে সোয়া দুই কেজি একটি ইলিশ মাছ।
শুক্রবার(৭জুলাই) দুপুরের দিকে মাছটি উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মাছঘাটে নিয়ে আসলে সেখানকার মো. তসলিম নামের এক আড়তদার জেলেদের কাছ থেকে সাত হাজার ১০০ টাকায় মাছটি কিনে নেন।
আড়ৎদার তসলিম জানান, সকালের দিকে স্থানীয় রাজ্জাক মাঝির ট্রলারের জেলেদের জালে তেঁতুলিয়া নদীতে মাছ শিকারের সময় ওই ইলিশটি ধরা পড়ে। এরপর তারা মাছটি বিক্রির জন্য শুক্রবার দুপুরে ঘাটে আনেন। তখন মাছটি সাত হাজার ১০০ টাকা দিয়ে কিনে নেন। স্থানীয় কেউ এতো বেশী দাম দিয়ে এই ইলিশ মাছটি কিনতে না পারায় এটি লঞ্চযোগে ঢাকায় পাঠাচ্ছেন তিনি। সাড়ে সাত হাজার টাকা হলেই মাছটি তিনি বিক্রি করবেন।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ জানান, নদীতে ডুবোচরের কারণে বর্তমানে মাছ কম পাওয়া যাচ্ছে। মাছ কম থাকায় দামও অনেক বেশি। তবে আরেকটু ভালোভাবে বৃষ্টি নামলে নদীতে প্রচুর ইলিশ মিলবে বলে আশা তার। তখন মাছের দাম সর্বস্তরের জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে বলে মনে করছেন তিনি।