গুলি করে পাকিস্তানের ১০ সীমান্ত পুলিশকে হত্যা
আফগান সীমান্তের কাছে একটি চেকপয়েন্টে জঙ্গি হামলায় পাকিস্তানের অন্তত ১০ সীমান্ত পুলিশ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। দেশটির কর্মকর্তারা শুক্রবার (২৫ অক্টোবর) এই খবর জানিয়েছেন।
এক বিবৃতিতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন খান গান্ডাপুর এই হামলার বিষয়টি নিশ্চিত করে এর নিন্দা জানিয়েছেন। তবে তিনি নিহতের সংখ্যা জানাননি।-খবর তোলপাড়।
নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘সীমান্তে প্রায় এক ঘণ্টা ধরে তীব্র গুলি বিনিময় চলে। পরে ১০জন ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি কর্মী শহিদ হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন।’
জানা গেছে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় প্রায় ২০-২৫ জন জঙ্গি, পুলিশের সহায়তা বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির একটি চেকপোস্টে হঠাৎ আক্রমণ শুরু করে। পরে হতাহতের এই ঘটনা ঘটে।
এদিকে হামলার দায় স্বীকার করে দেয়া এক বিবৃতিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠী বলেছে, তদের সিনিয়র নেতা ওস্তাদ কুরেশির হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা করা হয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তান সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানের সীমান্তবর্তী বাজাউর জেলায় অভিযানে দুইজন আত্মঘাতী বোমা হামলাকারীসহ নয়জন নিহত হয়েছেন। তদের মধ্যে একজন ছিলেন কুরেশি।









Chief Editor-Dipali Rani Roy