বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:২৪ অপরাহ্ন

নোটিশ:
দৈনিক তোলপাড় পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। তোলপাড় পত্রিকা আপনার আমার সবার। আপনার এলাকার উন্নয়নের ভূমিকা হিসেবে পত্রিকাটির মাধ্যমে আমরা দায়িত্ব নিয়েছি।  এ জন্য বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলা-বিভাগ-কলেজ ক্যাম্পাসসহ গুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে পত্রিকাটির পর্ষদ।  আগ্রহী হলে আপনিও এক কপি রঙিন ছবিসহ নিম্ন ঠিকানায় সিভি প্রেরণ করে নিয়োমিত সংবাদ পাঠাতে পারেন। সেই সাথে সারা বিশ্বে আপনার এলাকার প্রতিষ্ঠানের প্রচারেরর জন্য  ৫০% কমিশনে বিজ্ঞাপন দিতে পারেন।

এনটিআরসিএ: শিক্ষক নিয়োগে আবেদন করা যাবে ২০ জুলাই পর্যন্ত

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২৪৭ জন ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগের আবেদনের সময় বাড়ানো হয়েছে। ২০ জুলাই পর্যন্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ বুধবার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) চাহিদার ভিত্তিতে শিক্ষা ধারার শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়/ দাখিল মাদ্রাসা) ভোকেশনাল কোর্স চালুর লক্ষ্যে গত ১১ জুন জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে ২৪৭টি শূন্য পদে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন (e- Application) আহ্বান করা হয়। e-Application জমা প্রদানের শেষ তারিখ ছিল ৩০ জুন রাত ১২টা পর্যন্ত। প্রার্থীদের আবেদনের সুবিধার্থে ওই সময়সীমা ২০ জুলাই রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো। নির্ধারিত তারিখের পর আর কোনো e Application গ্রহণ করা হবে না।’-খবর তোলপাড় ।

এর আগে সেসিপ চাহিদার ভিত্তিতে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালু করতে গণবিজ্ঞপ্তি দেয় এনটিআরসিএ। এনটিআরসিএর নিবন্ধনধারী প্রার্থীদের মধ্য থেকে বিভিন্ন ট্রেডে ২৪৭ জন ট্রেড ইন্সট্রাক্টর নেওয়া হবে। মোট ১৯৮টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় ২৪৭ জন ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগ পাবেন। এর মধ্যে বিদ্যালয়ে শূন্য পদের সংখ্যা ১৮৮ এবং মাদ্রাসায় শূন্য পদের সংখ্যা ৫৯। সব কটি এমপিওভুক্ত পদ।

সিভিল কনস্ট্রাকশন ট্রেডে ১১ জন, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে ৯৭, ড্রেস মেকিংয়ে ১৯, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশনে ১৯, জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কসে ৫৬, জেনারেল ইলেকট্রনিকসে ১৭, জেনারেল মেকানিকসে ৩, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংয়ে ৮, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিংয়ে ১৬ ও ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ট্রেডে ১ জন।

আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়, পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধনধারী হতে হবে। এনটিআরসিএর প্রকাশিত সম্মিলিত মেধাতালিকার অন্তর্ভুক্ত থাকতে হবে। প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ তারিখে ৩৫ বছর বা এর কম হতে হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

দৈনিক তোলপাড় এর পক্ষ থেকে সকল পাঠক লেখক সাংবাদিক ও শুভানুধায়ীকে প্রাণঢালা অভিনন্দন। আনন্দের সাথে জানাচ্ছি যে, পত্রিকাটি বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা উপজেলা থানা কলেজ ক্যাম্পাস-এ এক ঝাঁক তরুন-তরুনী সাংবাদিক নিয়োগ করতে যাচ্ছে ।

আগ্রহীরা দ্রুত এক কপি ছবিসহ প্রধান সম্পাদক বরাবর আবেদন করুন.. আবেদন পাঠানোর ঠিকানা-dailytolpercv@gmail.com

এছাড়া বিশেষ ৫০% ছাড়ে সারাবিশ্বে প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা-dailytolpernews@gmail.com যোগাযোগ করুন-+88 01915394614, +8801719026700


© All rights reserved © 2017 তোলপাড়
error: Content is protected !!