বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:২৫ অপরাহ্ন
জাহাঙ্গীর হোসেন জুয়েল, কুষ্টিয়া:
উপজেলার ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ’র বিরুদ্ধে নতুন করে শিক্ষক-কর্মচারী নিয়োগের পায়ঁতারা করছে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের জমি ভোগ দখলসহ বিভিন্ন অনিয়মের লিখিত অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ’র বিরুদ্ধে কারণ দর্শনো নোটিশ প্রদান করেছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (ম-২) মোঃ তরিকুল ইসলামের সুত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্মারক নং ৪জি/২৬৯-ম/১৫/৮৬৫ তারিখ ১২/০৪/২০২৩ইং, আব্দুল কুদ্দুছ প্রধান শিক্ষক ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয় দৌলতপুর, কুষ্টিয়া। বিধি লঙ্গন করে শিক্ষক-কর্মচারী নিয়োগ, স্কুলের নামে প্রায় ১১৬ শতাংশ জমি নিজ ভোগ দখল করে রাখা এবং স্কুলের টাকা ব্যাংকে জমা না রাখা সংক্রান্ত নানাবিধি অনিয়ম ও দুর্নীতি করছেন এই মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তার তদন্তে প্রমানিত হয়েছে। প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ’র বিরুদ্ধে অভিযোগ তদন্তে সত্যতা প্রমানিত হওয়ায় জনাবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০২১ এর ১৮.১ (খ,গ) ধারা মোতাবেক কেন আপনার বেতন-ভাতা স্থগিত/ বন্ধ করা হবে না কেন এই মর্মে উক্ত চিঠি উপজেলা নির্বাহী অফিসার, উপ-পরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল, জেলা শিক্ষা অফিসার কুষ্টিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও সভাপতি ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বরাবর প্রেরণ করেছে। কারণ দর্শনো নোটিশ দেওয়ার পরও উপজেলার ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ নতুন করে শিক্ষক -কর্মচারী নিয়োগের পায়ঁতারা করছে।
ঝাউদিয়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে আসাদুল ইসলামসহ একাধিক অভিভাবকের লিখিত অভিযোগে জানা গেছে, ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বিএনপি-জামাত সমর্থিত প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ স্থানীয় বিএনপি ও জামাত কর্মীদের গোপনে সহকারী প্রধান শিক্ষক, আয়া, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরীসহ মোট ৪টি পদে নতুন করে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অর্থের বিনিময়ে এসব পদে নিয়োগ দেওয়ার জন্য চূড়ান্ত করতে যাচ্ছে। ইতিমধ্যে নিরাপত্তা প্রহরী হিসাবে রাজা আহম্মেদকে নিয়োগ দেওয়ার নাম করে পাঁচ লক্ষ টাকা প্রধান শিক্ষক নিয়েছে এবং তার কাছে আরো বারো লক্ষ টাকা দাবি করেছে। এছাড়াও সহকারী প্রধান শিক্ষক রূপালী পারভীন, অফিস সহায়ক বাদশা নিকট থেকে নিয়োগ দেওয়ার নাম করে টাকা দাবি করেছে। প্রধান শিক্ষক অত্র প্রতিষ্ঠানের ১১৬ শতাংশ জমি দীর্ঘদিন ধরে নিজ ভোগ দখল করে আসছে। স্কুলের কোন অর্থ ব্যাংক জমা না রেখে নিজের কাছে রাখে। প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ অবৈধভাবে অঢেল সম্পাদের মালিক হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের স্মারক নং ৪জি/২৬৯-ম/১৫/৮৬৫ তারিখ ১২/০৪/২০২৩ইং, আব্দুল কুদ্দুছ প্রধান শিক্ষক ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয় দৌলতপুর, কুষ্টিয়া। বিধি লঙ্গন করে শিক্ষক-কর্মচারী, নিয়োগ, স্কুলের নামে প্রায় ১১৬ শতাংশ জমি নিজ ভোগ দখল করে রাখা এবং স্কুলের টাকা ব্যাংকে জমা না করা সংক্রান্ত নানাবিধি অনিয়ম ও দুর্নীতি করছেন মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্তে প্রমানিত হয়েছে। প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ বিরুদ্ধে অভিযোগ তদন্তে সত্যতা প্রমানিত হওয়ায় জনাবল কাঠামো এবং এমপিও নীতিমালা ২০২১ এর ১৮.১ (খ,গ) ধারা মোতাবেক কেন আপনার বেতন-ভাতা স্থগিত/ বন্ধ করা হবে না কেন? কারণ দর্শনো নোটিশ দেওয়ার পরও ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ নতুন করে শিক্ষক কর্মচারী নিয়োগের পায়ঁতারা করছে। সুষ্ঠু তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রেরণ করা হয়েছে।
রাজা আহম্মেদ বলেন, আমাকে নিয়োগ দেওয়ার নাম প্রধান শিক্ষক ইতিমধ্যে পাঁচ লক্ষ টাকা গ্রহণ করেছে। আরো বারো লক্ষ টাকা দাবি করে। এছাড়াও সহকারী প্রধান শিক্ষক রূপালী পারভীন, অফিস সহায়ক বাদশা নিকট থেকে নিয়োগ দেওয়ার নাম করে তাদের কাছে টাকা দাবি করেছে।
ঝাউদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ’ সাথে একাধিক বার মোবাইলে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটি বন্ধ ছিলো।