সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০২ অপরাহ্ন
সুদানে সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাজধানী খার্তুমে চালানো হয় এ অভিযান। দেশটিতে চলমান সাম্প্রতিক সহিংসতায় একক হামলায় এটিই সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।
খার্তুম স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করে।-খবর তোলপাড় ।
অবশ্য আধাসামরিক বাহিনী আরএসএফের দাবি, মৃতের সংখ্যা ৩১। হামলায় বেশ কিছু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলেও জানানো হয়।
গত এপ্রিল থেকে সংঘাত চলছে সুদানে, চরমে পৌঁছেছে ক্ষমতার লড়াই। সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সংঘাতে রণক্ষেত্র হয়ে উঠেছে খার্তুম। রাজধানীর অধিকাংশ এলাকাই আরএসএফ (আধাসামরিক বাহিনী)-এর দখলে থাকায় নিয়মিত চলে সেনা অভিযান। অস্থিতিশীল পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য, অফিস, আদালত প্রায় বন্ধ। পুরোপুরি ভেঙে পড়েছে চিকিৎসাসেবা।