রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৯ পূর্বাহ্ন
বাংলাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। যা এ বছরে সর্বোচ্চ। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৬ জন রোগী।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৭৩ জন মারা গেলেন।
রবিবার (৯জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।-খবর তোলপাড় ।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৭৫০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ৭৮২ জন ঢাকা বিভাগের বাইরের।
এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ হাজার ৯৫৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮১ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরের ছিলেন ২৩ হাজার ১৬২ জন।