রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৯ পূর্বাহ্ন
মোশারফ হোসেন, রাজারহাট(কুড়িগ্রাম) :
রাজারহাটে তিস্তা নদীতে চলমান ভাঙ্গন রোধে জরুরী ভিত্তিতে জিও ব্যাগ দিয়ে বাম তীর রক্ষার কাজ পরিদর্শন করেন কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এমপি। রবিবার(৯ জুলাই) দুপুরে উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের বগুড়া পাড়া, চর গতিয়াশাম, খিতাব খাঁ, বুড়ির হাট এবং বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা কালির হাট এলাকা ঘুরে ঘুরে দেখেন।
এসময় ভাঙ্গন কবলিত এলাকার মানুষদের সাথে কুশল বিনিময় ও খোঁজ খবর নেন। পরিদর্শনকালে এ সংসদ সদস্য স্থানীয় জনগণকে তিস্তা নদীর স্থায়ী সমাধান কল্পে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছে বলে আশ্বস্ত করেন। এসময় রাজারহাট উপজেলা জাতীয় পার্টি ও জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ ছাড়াও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।