বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদদাতা, নীলফামারী:
নীলফামারীর জলঢাকায় সপ্তম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে গলা কেটে হত্যাচেষ্টা করেছে এক বখাটে। গতকাল রোববার (৯ জুলাই) জলঢাকা উপজেলায় রাতে এ ঘটনা ঘটে।
সোমবার(১০জুলাই) জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভুক্তভোগী ছাত্রীর বাবা একজন কাটাপান ব্যবসায়ী। প্রতিদিনের মতো পাশের বাজারে দোকান করতে যান তিনি। পরে এই সুযোগে একই এলাকার এক বখাটে বাড়িতে ঢুকে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ব্যর্থ হয়ে তার গলা ও গাল কেটে দিয়ে পালিয়ে যায় ওই বখাটে। পরে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসক ভুক্তভোগী ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তিনি আরও জানান, ঘটনার সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফা মঞ্জুর ঘটনাস্থল পরিদর্শন করেন । ঘটনার তদন্তের স্বার্থে আসামির (বখাটের) নাম বলা যাচ্ছে না। বাদীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।