বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০৩ অপরাহ্ন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৩ কেজি গাঁজাসহ ২ কুখ্যাত মাদক ব্যবসায়ী পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথের দিক নির্দেশনায় এসআই নাজমুল হক, এএসআই জুলফিকারুল ইসলাম, আবু সুফিয়ান, ফারুক হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শনিবার(৮জুলাই) রাত সাড়ে ১১টার সময় ৬নং কাশীপুর ইউনিয়নের উত্তর অনন্তপুর গ্রামস্থ গ্রেফতারকৃত মোঃ রিয়াজুল ইসলাম এর বসত বাড়ীর দক্ষিণ দূয়ারী ঘরের ভিতরে খাটের নিচ হতে গাঁজার বস্তা ফেলে রেখে দৌড়ে পালানোর চেষ্টা কালে অভিযুক্ত কহিনুর (৩৫) পিতা-মৃত আব্দুল হাকিম, সাং- অনন্তপুর (মন্ডটালী) ও রিয়াজুল ইসলাম (১৯), পিতা-মোঃ আলতাফ হোসেন ,সাং-উত্তর কাশীপুর( মুন্সিটারী ), উভয় থানা- ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রামদ্বয় কে ১৩কেজি মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করেন। রবিবার(৯জুলাই) পুলিশ তাদের কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছেন বলে থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ নিশ্চিত করেন।-সম্পাদনায় প্রহলাদ মন্ডল সৈকত।