বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:০৬ অপরাহ্ন
সংবাদদাতা, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম শহরের হানিফ বাস কাউন্টার থেকে ফেন্সিডিল ও গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ৮ জুলাই ২০২৩ কুড়িগ্রাম সদর থানার একটি চৌকস টিম দুপুর আনুমানিক ১ টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম পৌর শহরের ঘোষপাড়ায় অবস্থিত হানিফ বাস কাউন্টারের সামনে থেকে যাত্রী ছদ্মবেশে মাদক নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় ৩৯ বোতল ফেন্সিডিল ও ০৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ রংপুরের মিঠাপুকুর উপজেলার কুখ্যাত মাদক কারবারি মোঃ নাহিদ হাসান (৩০) কে হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।