বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন
প্রহলাদ মন্ডল সৈকত/ আনিছুর রহমান:
কুড়িগ্রামের রাজারহাটে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে রাজারহাট সিনিয়র ফাজিল(ডিগ্রী) মাদরাসায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম।
সোমবার(১০জুলাই) দুপুরে ওই প্রতিষ্ঠানে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকগণ ঝাঁড়ু হাতে নিয়ে নিজ দায়িত্বে প্রতিষ্ঠানের মাঠ পরিষ্কার করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, ডেঙ্গু, চিকন গুণিয়া, ম্যালেরিয়াসহ মশা বাহিত বিভিন্ন জীব টবে বালতিতে, পাত্রে, ডোবায় থেকে রোগজীবাণু ছড়াচ্ছে। এসময় ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের প্রার্দূভাব দেখা যাচ্ছে। তাই রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পেতে শিক্ষা প্রতিষ্ঠানসহ বাড়ির আনাচে-কানাচে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আজ(সোমবার) মাদরাসায় এ কার্যক্রম শুরুর মধ্য দিয়ে পুরো উপজেলায় এ কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেয়া হয়েছে।