বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ন
প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের বোতলারপাড় হতে পোদ্দারপাড়া সড়কের কালভার্টের মাঝস্থান ভেঙ্গে যাওয়ায় চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী দ্রুত ওই ব্রীজটি পূণসংষ্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছেন।
জানা গেছে ওই সড়কের দুধারের পানি নিষ্কাশনের জন্য মাঝস্থানে ২০১৬সালের দিকে একটি কালভার্ট নির্মাণ করা হয়। দুই বছর না যেতেই কালভার্টটির মাঝখানে ভেঙ্গে যায়। এর পর থেকে ওই কালভার্টটির উপর দিয়ে ভারি যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্রীজটির কারণে চলেচলের অযোগ্য হয়ে পড়ে সড়কটি। এমনকি কৃষকরা মাঠ থেকে তাদের ধানসহ অন্যান্য শষ্য ঘরে তুলতে ওই সড়ক দিয়ে নিয়ে যেতে পারে না। ফলে তাদের চরম দূর্ভোগ পোহাতে হয়। সোমবার(১০জুলাই) এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রকৌশলী মোঃ সোহেল রানা বলেন, বাজেট পেলে সংষ্কার করা হবে।