শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

ফিল্ডিংয়ে বাংলাদেশ

রিপোর্টারের নাম / ৭১ টাইম ভিউ
Update : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুরে হেরেছে টাইগাররা। চার দিনে গড়ানো ম্যাচে শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি স্বাগতিকরা। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে আজ চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে মাঠে নামছে লিটন দাস-মুশফিকুর রহিমরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারীদের অধিনায়ক এইডেন মার্করাম।

মিরপুর টেস্ট দিয়ে বাংলাদেশের হয়ে সাদা পোশাকে অভিষেক হয়েছিল জাকের আলী অনিকের। ক্যারিয়ারের প্রথম টেস্টেই ফিফটির দেখাও পেয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তাঁর। অনুশীলনে মাথায় বল লেগে আঘাত পেয়েছেন তিনি। তাঁর বদলে দলে অভিষেক হচ্ছে উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনের।-খবর তোলপাড়।

এদিকে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন না লিটন দাসও। একই সঙ্গে থাকছেন না স্পিনার নাইম হাসানও। এ দুজনের বদলে আজ খেলবেন জাকির হাসান ও নাহিদ রানা।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা প্রোটিয়ারাও আজ মাঠে নামছে একাদশে দুই পরিবর্তন নিয়ে। সেনুরান মুথুস্বামী ও ডেন প্যাটারসন খেলবেন আজ।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইন, সেনুরান মুথুসামি, ওয়ায়ান মুল্ডার, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর