বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
দুঃস্থ পরিবাররের ৫শিশু কন্যার পাশে দাঁড়ালেন রাজারহাট ইউএনও ‌‌’বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার ইচ্ছে নেই’ জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬জুলাই রাষ্ট্রীয় শোক কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক খাদেমূল ইসলাম মন্ডলের ২৯তম মৃত্যুবার্ষিকী নিবন্ধনের তথ্যে ঘাটতি, প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ এনসিপিসহ ১৪৪ দল ডিসেম্বরের আগেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে কুড়িগ্রামে জানিয়েছে রুহুল কবির রিজভী শেষ মুহূর্তে আটকে গেল ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর ‘ভাটির দেশ হিসাবে তিস্তা নদীর ওপর আমাদের অধিকার আছে’-রাজারহাটে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশে হিন্দুদের ভবিষ্যৎ! দাখিলের ফলাফলে উলিপুরের এক মাদ্রাসায় শতভাগ ফেল, হতাশ অভিভাবকরা
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

আবারো শুরু হচ্ছে ‘হা শো’

রিপোর্টারের নাম / ১০৫ টাইম ভিউ
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

বাংলাদেশের টিভি নাটকের অত্যন্ত প্রিয় মুখ অভিনেত্রী শবনম ফারিয়া। শবনম ফারিয়া’কে কখনো নাটকে, কখনো বিজ্ঞাপনে আবার কখনো সিনেমাতেও অভিনয়ে দেখা গেছে। তিনি যে মাধ্যমেই কাজ করেছেন প্রতিটি মাধ্যমেই প্রশংসা কুঁড়িয়েছেন। দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি বারবার। এবারই প্রথম শবনম ফারিয়াকে দর্শক বিচারকেরভ‚মিকায় দেখবেন এনটিভিতে শিগগিরই শুরু হতে যাওয়া মাসের্ল ‘হা শো’ এর সপ্তম সিজনে।-বিনোদন তোলপাড়।

এরইমধ্যে দেশের নানান অঞ্চলের বহু প্রতিযোগীদের মধ্য থেকে বাছাইকৃত বিভিন্ন পর্বের রেকর্ডিং-এর কাজ শুরু হয়েগেছে রাজধানীর তেজগাঁও অঞ্চলে এনটিভির স্টুডিওতে। যথারীতি বিচারক হিসেবে এবারও আছেন গুনী অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান। তারা দু’জনেই এর আগেও এই রিয়েলিটি শো’র বিচারক হিসেবে কাজ করেছিলেন। এবারও উপস্থাপক হিসেবে আছেন আবু হেনা রনি।

প্রথমবার এতো বড় একটি রিয়েলিটি শো’র বিচারক হিসেবে কাজ করা প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন,‘সত্যিই আমার ভীষণ ভালোলাগছে। কারণ এর আগে আমি এই হা শো-টিভিতে দেখতাম। আর এখন আমি একজন বিচারক হিসেবে প্রতিযোগিদের পারফর্ম্যান্স উপভোগ করছি। বিগত বেশ কয়েকমাস তো আসলে দেশের সার্বিক পরিস্থিতি খুউব খারাপ ছিলো। সবকিছু একটা পরিবর্তনের মধ্যদিয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে এই ধরনের একটা কমেডি শো’তে থাকা আমার জন্য রিফ্রেসিং একটা বিষয় বলেই মনে হয়েছে। আর বিচারক হিসেবে এটাই আমার প্রথম কাজ। সেদিক বিবেচনায় পুরো বিষয়টাই আমার কাছে ভীষণ উপভোগ্য হয়ে উঠছে।’

তুষার খান বলেন, ‘চমৎকার একটা পরিবেশের মধ্যে আমরা সবাই কাজ করছি, কাজের ফাঁকে ফাঁকে আমরা আমরা সবাই মজা করছি। যেহেতু এটা কমেডি শো, তাই ভালোলাগাটা আরো বেশি। এবারের প্রতিযোগিদের নিয়ে আমি আরো বেশি আশাবাদী।’

আমিন খান বলেন,‘ এই নিয়ে আমি চতুর্থবার হা শো-ও বিচারক হিসেবে কাজ করছি। সবচেয়ে ভালোলাগার বিষয় হলো এই শো বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো। এমন একটি রিয়েলিটি শো’র বিচারক হিসেবে কাজ করা সত্যিই খুউব কঠিন। স্ট্যাণ্ডার্ড কমেডিকে জাতীয় পর্যায়ে নিয়ে আসাটা খুউব কঠিন। আর কঠিন কাজটাই আমরা যারা করছি তাদের অনেক শ্রম দিতে হচ্ছে। এটা বলতেই হয় যে বাংলাদেশের আনাচে কানাচে অনেক প্রতিভাবান ছেলে মেয়ে আছে যা এই শো না হলে জানাই হতো না। অসাধারন কিছু প্রতিভাবান ছেলে মেয়ে আমরা পেয়েছি। তাদেও পারফর্ম্যান্সে মুগ্ধ হবেন সবাই।’

আবু হেনা রনি বলেন, ‘ভীষণ ভালোলাগার এটাই যে ২০১০ সালে এই শোতে আমি ফাইনালিস্টে পারফর্মার ছিলাম। আর এখন আমি উপস্থাপক। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই হা শো-এর নেপথ্যে যারা কাজ করছেন। যতোটা প্রাণবন্তভাবে এই অনুষ্ঠান দর্শকের কাছে উপভোগ্য করে তোলা যায় সেই চেষ্টাই করছি।’

‘হা শো’ পরিচালনা করছেন কাজী মোহাম্মদ মোস্তফা ও জাহাঙ্গীর চৌধুরী। উল্লেখ্য, আবু হেনা রনি ২০১২’র মীরাক্কেল-এর সিক্স সিজনে চ্যাম্পিয়ন হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর