বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৪ পূর্বাহ্ন
ভারতে স্কুলবাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ভারতের উত্তরপ্রদেশের দিল্লি-মিরাট মহাসড়কের গাজিয়াবাদের রাহুল বিহারের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।-খবর তোলপাড় ।
কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর গাড়ির দরজা কেটে মরদেহ বের করতে হয়েছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়।
সংবাদমাধ্যম মিন্ট জানায়, এ ঘটনার সময় স্কুলবাসে কোনা শিক্ষার্থী ছিল না। এমনকি বাসটি উল্টো পথ দিয়ে আসছিল।
এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে বার্তা সংস্থা পিটিআই। সেখানে দেখা যায়, সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেছে।