মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:১৮ অপরাহ্ন

রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতন জাগরণ মঞ্চের ৬৪ জেলায় বিক্ষোভের ডাক

রিপোর্টারের নাম / ৯২ টাইম ভিউ
Update : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে শুক্রবার ৬৪ জেলায় বিক্ষোভ সমাবেশের ডাক দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ৩১ অক্টোবর বিকেলে চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে মঞ্চের প্রতিবাদ সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।-খবর তোলপাড়।

সমাবেশ মঞ্চের অন্যতম সংগঠক স্বতন্ত্র গৌরাঙ্গ দাস মহারাজ মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, আমরা সোমবার পর্যন্ত প্রশাসনকে সময় দিয়েছি মামলা প্রত্যাহারের জন্য। মিথ্যা মামলার প্রতিবাদে শুক্রবার বিকেলে ৬৪টি জেলায় সমাবেশ হবে।

একই দাবিতে রোববার ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেয়া হবে বলেও জানানো হয় সমাবেশ থেকে।

স্বতন্ত্র গৌরাঙ্গ দাস মহারাজ বলেন, লালদীঘি মাঠে লাখো মানুষের জনসমুদ্র দেখে ভীত হয়ে সনাতনীদের দাবিয়ে রাখতে ‘মিথ্যা’ মামলা দেয়া হয়েছে। আট দফা দাবিতে সনাতন জাগরণ মঞ্চ তাদের বিভাগীয় সমাবেশ অব্যাহত রাখবে।

চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জাতীয় পতাকার ওপরে গেরুয়া রঙের আরেকটি পতাকা ওড়ানোর অভিযোগে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃঞ্চ ব্রহ্মচারীসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।

জাতীয় পতাকার ওপরে গেরুয়া রঙের এই পতাকা টানানো হয়

ফিরোজ খান নামের এক ব্যক্তি বুধবার গভীর রাতে নগরীর কোতয়ালি থানায় মামলাটি করেন।

চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারী ছাড়াও প্রবর্ত্তক ইসকন শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ দাশ ব্রহ্মচারীর নাম রয়েছে আসামির তালিকায়।

এই মামলার প্রতিবাদে চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদ সমাবেশে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে সেখানে বক্তব্য রাখেন অজপানন্দ মহারাজ, দারু ব্রহ্মচারী, সুচারু ব্রহ্মচারী, জুয়েল আইচ।

বৈষম্যবিরোধী আন্দোলনের সমাবেশের পর নগরীর নিউ মার্কেট চত্বরে একটি লাঠিতে জাতীয় পতাকা বেঁধে দেওয়া হয়। গত ২৫ অক্টোবর লালদীঘির মাঠে বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের সমাবেশের দিন নিউ মার্কেটের ওই পতাকার উপর গেরুয়া রঙের আরেকটি পতাকা টাঙিয়ে দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর