নেইমার-এন্দ্রিকবাদ, ব্রাজিলের দল ঘোষণা

চলতি মাসেই বিশ্বকাপ বাছাইয়ের দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল। ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে আসন্ন এই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। তবে এই দলে নেইমারের মতো ডাক পাননি রিয়াল মাদ্রিদের তারকা এন্দ্রিকও।
চলতি মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর থেকে এখনো পর্যন্ত লস ব্লাঙ্কোসদের হয়ে ১০৭ মিনিট খেলেছেন এন্দ্রিক। রিয়ালের হয়ে হয়ে গত ৪ ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি তাঁর।-খবর তোলপাড়।
নেইমারকে দলে না রাখার বিষয়ে ব্রাজিলের প্রধান কোচ দরিভাল জুনিয়র বলেন, ‘আমরা তাড়াহুড়ো করে নেইমারকে দলে নিতে চাইনি। সে পুরোপুরিভাবে সুস্থ, তবে সে খুব বেশি খেলেনি, এ কারণেই তাকে দলে বিবেচনা করা হয়নি।’
এদিকে ব্রাজিলের সবশেষ ম্যাচে দলে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র। কাঁধের চোটের কারণে খেলা হয়নি তাঁর। তবে তিনি আবার ফিরেছেন দলে। সেই সঙ্গে দলে আছেন বার্সেলোনার হয়ে খেলা রাফিনিয়া। ক্লাবের জার্সিতে বিপরীত সময় পার করছেন ভিনিসিয়ুস-রাফিনিইয়া। এল ক্লাসিকোতে রিয়ালের বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে জালের দেখা পেয়েছিলেন রাফুইনিয়া। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি। ব্রাজিলের জার্সিতে ওতাকে একই ছন্দে দেখতে চাইবেন সমর্থকরা।
অক্টোবরের বিশ্বকাপ বাছাই ম্যাচে ব্রাজিলের হয়ে খেলা হয়নি এস্তেভাউ উইলিয়ানের। তবে আসন্ন দুই ম্যাচের জন্য দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী এই তারকা। পালমেইরাসের হয়ে ১১ গোল করে তিনি নজর কেড়েছেন। এদিকে আসন্ন দুই ম্যাচের দলে নেই সাভিনহো, ম্যানচেস্টার সিটির হয়ে সবশেষ ম্যাচে চোট পেয়েছিলেন তিনি।
বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে ব্রাজিল। নভেম্বরের ১৪ তারিখ ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, এর পাচদিন পর উরুগুয়েকে আতিথেয়তা দিবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।