সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৬ অপরাহ্ন
স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন ও একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপপরিচালক এরশাদ উদ্দিনের বেতন একধাপ কমিয়েছে সরকার। আগামী ২ বছরের জন্য জ্যেষ্ঠ এই সহকারী সচিবকে এই ‘লঘুদণ্ড’ দেয়া হয়েছে।
বুধবার (১২জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৪ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া- সংক্রান্ত এই প্রজ্ঞাপনে সই করেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী।-খবর তোলপাড় ।
বিসিএস ৩৩তম ব্যাচের কর্মকর্তা এরশাদ উদ্দিনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ পাওয়ায় প্রশাসন দুই বছরের জন্য তাকে এই দণ্ড দিয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের অভিযোগে এরশাদ উদ্দিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ জন্য একই বিধিমালার অনুযায়ী তাকে আগামী দুই বছরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমন করা হলো। অর্থাৎ তিনি ষষ্ঠ গ্রেডের বেতন স্কেলের নিম্নতম ধাপ ৩৫ হাজার ৫০০ টাকা মূল বেতন পাবেন। তবে, দণ্ডের মেয়াদ শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে তিনি বর্তমানে প্রাপ্ত বেতন ধাপে ফিরে যাবেন উল্লেখ করা হয়। এক্ষেত্রে বকেয়া কোনো আর্থিক সুবিধা পাবেন না।