মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

ফের এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ

রিপোর্টারের নাম / ৯১ টাইম ভিউ
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একিভূত করার বিষয়ে অনুমোদন দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেন এ কে এম মনিরুজ্জামান।-খবর তোলপাড়।

এতে বলা হয়েছে, কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের একত্রীকরণে প্রধান উপদেষ্টা অনুশাসন দিয়েছেন। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।

২০১৭ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুরক্ষা ও জননিরাপত্তা নামে দুটি বিভাগে ভাগ করা হয়েছিল। জননিরাপত্তা বিভাগের অধীন সংস্থাগুলোর মধ্যে রাখা হয়েছিল– বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

অন্যদিকে, সুরক্ষা সেবা বিভাগের অধীনে রাখা হয়েছিল– বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর, কারা অধিদফতর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল (এনটিএমসি)।

তবে শুরু থেকেই সুরক্ষা সেবা বিভাগের কিছু কর্মকর্তা কর্মচারী এতে আপত্তি জানিয়ে আসছিল। এ কারণে আবারও দুটি বিভাগকে এক করায় সরকার অনুমোদন দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর