মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

ফের এক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ

রিপোর্টারের নাম / ১০৭ টাইম ভিউ
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগকে একিভূত করার বিষয়ে অনুমোদন দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেন এ কে এম মনিরুজ্জামান।-খবর তোলপাড়।

এতে বলা হয়েছে, কাজের ব্যাপকতা, অধিকতর সমন্বয়, গতিশীলতা আনয়ন ও গুরুত্ব বিবেচনা করে জনস্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের একত্রীকরণে প্রধান উপদেষ্টা অনুশাসন দিয়েছেন। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে।

২০১৭ সালের জানুয়ারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুরক্ষা ও জননিরাপত্তা নামে দুটি বিভাগে ভাগ করা হয়েছিল। জননিরাপত্তা বিভাগের অধীন সংস্থাগুলোর মধ্যে রাখা হয়েছিল– বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, তদন্ত সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

অন্যদিকে, সুরক্ষা সেবা বিভাগের অধীনে রাখা হয়েছিল– বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতর, কারা অধিদফতর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল (এনটিএমসি)।

তবে শুরু থেকেই সুরক্ষা সেবা বিভাগের কিছু কর্মকর্তা কর্মচারী এতে আপত্তি জানিয়ে আসছিল। এ কারণে আবারও দুটি বিভাগকে এক করায় সরকার অনুমোদন দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর