শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম

নেতানিয়াহুর শীর্ষ সহযোগী গ্রেপ্তার

রিপোর্টারের নাম / ৫৩ টাইম ভিউ
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শীর্ষ সহযোগী এলিয়েজার ফেল্ডস্টাইনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। বিদেশি গণমাধ্যমে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে সোমবার তাকে গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ। খবর সিএনএন।

ইসরায়েলের বিরোধী নেতারা বলছেন, ফাঁস করা গোয়েন্দা তথ্য ছিল ‘ভুয়া’। আর এই কাজ ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তিকে নস্যাৎ করার চক্রান্তের অংশ।-খবর তোলপাড়।

এদিকে তদন্ত কেন্দ্র অভিযোগ করেছে যে, ইসরায়লের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিদেশি গণমাধ্যমের কাছে এমন কথা প্রচার করা হয়েছে যে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস মিসরীয় সীমান্ত দিয়ে গাজা থেকে জিম্মিদের পাচারের পরিকল্পনা করছে। এছাড়া নেতানিয়াহুকে জিম্মি মুক্তি এবং যুদ্ধবিরতি চুক্তিতে চাপ দেওয়ার জন্য ইসরায়েলি সমাজে বিভাজন তৈরি করছে।

ইসরায়েলি আদালতের নথির তথ্যমতে, গোপন ও স্পর্শকাতর গোয়েন্দা তথ্য ফাঁসের অভিযোগে বেশ কিছু ব্যক্তিকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমন ব্যক্তিদের মধ্যে এলিজার ফেল্ডস্টেইন নামের একজন আছেন, যাকে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী বলে জানিয়েছেন ইসরায়েলি বিরোধী রাজনীতিকেরা।

ইসরায়েলি আদালতের একটি আদেশ গত রবিবার প্রকাশ করা হয়। এতে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনীর সিস্টেম (ব্যবস্থা) থেকে এই তথ্য নেওয়া হয়েছিল। পরে তা অবৈধভাবে দেওয়া হয়। গাজায় হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্তির ক্ষেত্রে ইসরায়েলের সক্ষমতাকে এই তথ্য ক্ষতিগ্রস্ত করতে পারে।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তথ্য ফাঁস হওয়ার কথা অস্বীকার করেছেন নেতানিয়াহুর এক মুখপাত্র। তিনি বলেন, এই ব্যক্তির নিরাপত্তা সংক্রান্ত আলোচনায় অংশগ্রহণের সুযোগ ছিল না এবং তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগকে তিনি অযৌক্তিক বলে অভিহিত করেছেন।

এছাড়া তথ্য ফাঁসের ঘটনা গাজা থেকে জিম্মিদের মুক্ত করা নিয়ে হামাসের সঙ্গে আলোচনাকে প্রভাবিত করছে বলে যে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, তা–ও খারিজ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। উল্টো এমন দাবিকে হাস্যকর বলে অভিহিত করা হয়েছে।

ইসরায়েলের বিরোধী নেতা ইয়াইর লাপিদ বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গোপন নথি ফাঁস এবং কল্পিত নথি প্রকাশ করে জিম্মি বিনিময় চুক্তি নষ্ট করার জন্য জনগণকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।

হামাসের সঙ্গে একটি চুক্তি না করার জন্য নেতানিয়াহুকে বারবার অভিযুক্ত করে আসছে গাজায় জিম্মি থাকা ব্যক্তিদের পরিবারগুলো। তারা বলছে, গাজা যুদ্ধের সমাপ্তি হলে নির্বাচন দিতে বাধ্য হবেন নেতানিয়াহু। তাই তিনি এই যুদ্ধ শেষ করতে চান না। তিনি যুদ্ধ প্রলম্বিত করার কৌশল নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর