পীরগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
শেখ সমশের আলী, পীরগঞ্জ( ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে বৃহস্পতিবার সকাল ১০টায় পীরগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। বণিক সরকারি বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ৮২ জন মেধাবী শিক্ষার্থী জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি কুইজ প্রতিযোগীতায় অংশ নেয়।
এদের মধ্যে ৬ জন অভার মেধাবী শিক্ষার্থীকে চিহ্নিত করে আনুষ্ঠানিক ভাবে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। ওই সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক এনকে রানা, দৈনিক জনকন্ঠ নিজস্ব সংবাদদাতা পীরগঞ্জ মোশাররফ হোসেন, পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স প্রধান অফিস সহকারী মাইজুল হক, স্যানেটারী ইন্সপেক্টর বকুল আলম, উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।