বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১০:৫৮ পূর্বাহ্ন
বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি তার ছেলের উদ্দ্যেশে বলেন, আমি জানি, তুমি আমার স্ট্রং বয়। মায়ের সমস্ত বিশ্বাস জুড়ে থেকো। আর আমাকে আম্বা বলেই ডেকো। আমি জানি এই আম্বাটা কি। আমি তোমার আম্মাও আব্বাও।
শুক্রবার মধ্য রাতে নিজের ফেসবুক পেজে ছেলেকে নিয়ে খোলা চিঠি লিখে পোষ্ট করেন এই জনপ্রিয় অভিনেত্রী।-বিনোদন তোলপাড় ।
ফেসবুক পোষ্টে অভিনেত্রী লেখেন, আমার পদ্মফুল, মনে পড়ে তোমার প্রথম ভ্যাকসিন দেয়ার দিনে আমি ভয়ে, কষ্টে, কান্নায় বার বার মূর্ছা যাচ্ছিলাম। তখন আমাকে সামলানোর কেউ ছিলো বলেই হয়তো কাঁদতেও সহজ লেগেছিলো আমার। আজ প্রথমবার তোমার ক্যানলা করা হলো তোমার প্রথম ব্লাড টেস্টের জন্যে! আমি একা …তোমাকে বুকে ধরে সাহস জোগাই সামনের এমন আরো কঠিন দিনের জন্যে নিজেকে প্রস্তুত করি। অনেক কঠিনেরে মোকাবেলা করবো বলে।
তিনি আরও লেখেন, বাচ্চা আমার, আমি তো এই দিনগুলোর জন্যে প্রস্তুত ছিলাম না।