অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া হবে না জানালো তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘গণতন্ত্রবিরোধী অপশক্তি দেশে-বিদেশে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া হবে না। আমি নিজেও এ ব্যাপারে সতর্ক আছি।’
শুক্রবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য র্যালির জন্য এ সমাবেশের আয়োজন করা হয়। -খবর তোলপাড়।
তারেক রহমান বলেন, ‘আজ রাজপথে লাখো জনতার মিছিল। এটা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের মিছিল। একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের মিছিল। বাংলাদেশের আত্মরক্ষার মিছিল। নিজেদের অধিকার প্রতিষ্ঠার মিছিল। বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি না আসা পর্যন্ত বাংলাদেশের মানুষ গণতন্ত্রের সুবিধা পাবে না।’
বিশেষভাবে সতর্ক দিয়ে তিনি বলেন, ‘আমি স্বাধীনতাপ্রিয় জনগণকে সতর্ক থাকতে অনুরোধ জানাতে চাই। গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো থেমে নেই। এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। জনতার এই মিছিলকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না।’
এর পর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে র্যালি শুরু হয়। র্যালিটি নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে যাচ্ছে। র্যালিতে যোগ দিতে সকাল থেকে দলের নেতকর্মীরা রাজধানীতে আসতে শুরু করেন। এতে করে ঢাকার রাজপথ বিশেষ করে নয়াপল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয়।