বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০১:৪১ অপরাহ্ন
বাংলাদেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর জানায়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুষ্টিয়া, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রবিবার (১৬জুলাই) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।-খবর তোলপাড় ।
এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী,নোয়াখালী,কুষ্টিয়া,চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।