সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৫ অপরাহ্ন
সুলতানা রাজিয়া সান্ধ্য কবি, স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের উলিপুর উজেলাধীন দুর্গাপুর ইউনিয়নে অতিদরিদ্রের জন্য ইজিপিপি প্লাস কর্মসূচী প্রকল্পের মাধ্যমে এখন এসব এলাকায় বদলে যাচ্ছে গ্রামীণ অবকাঠামো।
গ্রামীন এলাকাগুলো সরেজমিনে ঘুরে দেখা যায়,প্রত্যন্ত এলাকায় ইজিপিপি প্লাস প্রকল্পের আওতায় এবারের প্রথম কোনো কাজ পেয়ে ৫নং ওয়ার্ডের হতদরিদ্রের মধ্যে আলিফ উদ্দিন, (ওসকত), মোঃ ছয়ফুল ইসলাম, মোছাঃ সালমা, মল্লিকা, আমেনা আবেগাপ্লুত হয়ে বলেন-আমরা কাজ চাই, কাজ করে জীবন বাঁচাতে চাই।
এ প্রকল্পের কাজ পেয়ে আমরা অনেক খুশী এবং এই টাকা দিয়ে আমাদের সংসার সচ্ছল হবে তাই আমরা সকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এজাব উদ্দীন জানান, বিগত বছরে এ ধরণের কাজ পাওয়া যায়নি বর্তমানে এ প্রকল্পের আওতায় হতদরিদ্র কাজ পেয়ে খুব খুশী এ সব প্রকল্পের মাধ্যমে আমার ৫নং ওয়ার্ড, বিশেষ করে “বানিয়ার জোল” রাস্তাটি প্রত্যন্ত এলাকায় অবকাঠামোগত উন্নয়নের চিত্র দিন দিন পাল্টে যাচ্ছে।
এ বিষয়ে দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম জানান, বিশেষ করে যেখানে গ্রামীণ সড়কগুলো চলাচলের অনুপযোগী ছিল, সেখানে ইজিপিপি (প্লাস) প্রকল্পের মাধ্যমে সড়কগুলো চলাচলের উপযুক্ত করা হচ্ছে। ইউনিয়নে দুূর্গম এলাকাগুলোতে এ প্রকল্পের অধীন গ্রামীণ অবকাঠামো উন্নয়নের কাজ চলছে।
তিনি আরও জানান, আগে দৈনিক মজুরি ২০০টাকা হওয়ায় জনবলসংকট দেখা দিত।
বর্তমানে দৈনিক মজুরি জনপ্রতি ৪০০টাকা হওয়ায় এখন শ্রমিকের সংকট আর হচ্ছেনা। তাদের মধ্যে কাজের আগ্রহ বৃদ্ধি পেয়েছে।