বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
দুঃস্থ পরিবাররের ৫শিশু কন্যার পাশে দাঁড়ালেন রাজারহাট ইউএনও ‌‌’বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণার ইচ্ছে নেই’ জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ১৬জুলাই রাষ্ট্রীয় শোক কুড়িগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক খাদেমূল ইসলাম মন্ডলের ২৯তম মৃত্যুবার্ষিকী নিবন্ধনের তথ্যে ঘাটতি, প্রাথমিক বাছাইয়ে ‘ফেল’ এনসিপিসহ ১৪৪ দল ডিসেম্বরের আগেই নির্বাচনের ব্যবস্থা করতে হবে কুড়িগ্রামে জানিয়েছে রুহুল কবির রিজভী শেষ মুহূর্তে আটকে গেল ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর ‘ভাটির দেশ হিসাবে তিস্তা নদীর ওপর আমাদের অধিকার আছে’-রাজারহাটে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশে হিন্দুদের ভবিষ্যৎ! দাখিলের ফলাফলে উলিপুরের এক মাদ্রাসায় শতভাগ ফেল, হতাশ অভিভাবকরা
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

‘সঙ্গী ছাড়া মানুষ থাকতে পারে না’

রিপোর্টারের নাম / ১১৩ টাইম ভিউ
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

বাংলাদেশীয় শোবিজ অঙ্গনে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা দিয়ে দ্যুতি ছড়িয়েছেন অন্যতম মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবে।

এরপর নিজের কাজগুলো দিয়ে দর্শকের মস্তিষ্কে নাড়া দিয়েছেন তিনি। তবে পেশাগত জীবনে প্রশংসা ও সম্মান পেলেও বুক্তিগত জীবনে এখনও খুঁজে পাননি জীবন সঙ্গী। তবে বছর দেড়েক ধরে ভাবছেন বিষয়টি নিয়ে। কেননা অভিনেত্রী মনে করছেন সঙ্গী ছাড়া মানুষ থাকতে পারে না।-বিনোদন তোলপাড়।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, জীবনসঙ্গীর ক্ষেত্রে আমাকে আমার মতো যে গ্রহণ করবে, সেই জিনিসটা খুব জরুরি। আর এটা আমাদের সমাজে তো খুবই দুর্লভ। এ রকম না যে আশপাশে অজস্র খুঁজে পেয়েছি, সে রকমও না।

বিয়ে নিয়ে ভাবার কারণ হিসেবে বলেন, ৪০ বছর বয়স পার হয়ে গেছে তো। আমি তো আপনাকে আগেও বলছি, ৪০ বছরে আমি অন্য রকম একটা জীবন লাভ করছি। তাই এই নতুন জীবনে মনে হয়েছে, একজন সঙ্গী থাকতেই পারে। সঙ্গী ছাড়া তো মানুষ থাকতে পারে না। আমার পুরো জীবনটা সঙ্গী ছাড়াই কেটেছে, অলমোস্ট। বিয়ে হোক বা ওই রকম কিছু হোক, আমার জীবনে কখনো ওই রকম কিছু হয় নাই যে পথচলায় সত্যিকারের একজন সঙ্গী পেয়েছি কখনো। সব সময় হয় একজন দানব পেয়েছি, না হলে যে আমাকে অত্যাচার করছে, এ রকম মানুষ পেয়েছি। আমাকে অ্যাবিউজ করছে, এ রকম মানুষই পেয়েছি। আমার জীবনে যারা আসছে, সবাই বাধা হিসেবেই আসছে। আমার চলার পথটাকে মসৃণ করতে আসেনি কেউ। তাই আমার জীবনে যারা বাধা হবে, তাঁরা তো আমার জীবনে থাকতে পারবে না। এটা সম্ভবও না। তাই ওই অর্থে আমি কোনো জীবনসঙ্গী পাইনি, এটা সত্যি। সব মিলিয়ে এখন মনে হয়েছে, পথচলার একজন সঙ্গী হতেই পারে।

মুক্তির অপেক্ষায় আছে বাঁধনের ছবি ‘এশা মার্ডার: কর্মফল’। এটি নির্মাণ করেছেন সানী সানোয়ার। এতে বাঁধন ছাড়াও অভিনয় করেছেন পূজা এগনেজ ক্রুজ। মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর