পীরগঞ্জে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ

সংবাদদাতা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):
সোমবার ১১নভেম্বর পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস এর আয়োজন করেন। পীরগঞ্জ পৌর এলাকা সহ ১০টি ইউনিয়নের ৩ হাজার ৫শ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
বিতরণ কালে সাবেক এমপি ও থানা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান বেগম, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ নিহার রঞ্চন রায়, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ লিমা, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সম্পাদক এনকে রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক, সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।