সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
দিনাজপুরে ভবেশ রায়ের মৃত্যুকে নিয়ে ভারত-বাংলাদেশ বিতর্ক, কী ঘটেছিলো ? বৃদ্ধি পেল নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের সময় শান্তিরক্ষা মিশনে আরও বাংলাদেশি নারী নিয়োগের আহ্বান বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিশ্বকাপে বাংলাদেশ, জিতেও উইন্ডিজদের স্বপ্নভঙ্গ দিনাজপুরে ভবেশের মৃত্যুকে ‘পদ্ধতিগত হত্যা’ বলছে নয়া দিল্লি ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’ ওসির পোস্ট দিনাজপুরে পিকআপের ধাক্কায় মারা গেল এসএসসি পরীক্ষার্থী চীনা হাসপাতাল নীলফামারীতে শ্রীবরদীর কাকিলাকুড়াতে হাজী সমাবেশ অনুষ্ঠিত পুলিশের মনোবল ফেরাতে এবং কাজের পরিবেশ ফিরিয়ে আনতে পিরোজপুর পুলিশ সুপারের নানা উদ্যোগ

ভাঙ্গুড়ায় ব্যবসায়ীর ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

রিপোর্টারের নাম / ১৩৮ টাইম ভিউ
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

সংবাদদাতা, পাবনা:

পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে গতিরোধ করে এক ব্যবসায়ীর প্রায় ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সারুটিয়া রেললাইন মোড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী মিলন হোসেন ভাঙ্গুড়া পৌরসভার বাস টার্মিনাল এলাকায় ইলেকট্রনিক্স ব্যবসায়ী। পাশাপাশি বিকাশের এজেন্ট হিসেবে কাজ করেন। তিনি পাটুলীপাড়া সরকারপাড়া মহল্লার আমির হোসেনের ছেলে। এ বিষয়ে মিলন হোসেন ভাঙ্গুড়া থানায় একটি জিডি করেছেন।

ব্যবসায়ী মিলন জানান, প্রতিদিনের মতো তিনি মঙ্গলবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে নিজ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তার বাড়ির পাশে সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রেললাইন মোড় এলাকায় পৌঁছালে মুখ বাঁধা দুজন লোক তার মোটরসাইকেলের গতিরোধ করে।

এ সময় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তার হাতে থাকা ব্যাগ কেড়ে নেয়। ব্যাগের মধ্যে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা, বিকাশ একাউন্টে ১ লাখ ৬০ হাজার টাকা, নগদ একাউন্টে ৪৯ হাজার টাকা, দুটি স্মার্টফোন ও ৮টি বাটন ফোন ছিল বলে দাবি ব্যবসায়ী মিলনের।

মিলনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ছিনতাইকারীরা দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় ভাঙ্গুড়া থানা পুলিশকে খবর দিলে দ্রুত ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘ছিনতায়ের ঘটনা জানার পরপরই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এ ঘটনায় ব্যবসায়ী মিলন ভাঙ্গুড়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। ছিনতাইকারীদের ধরার জন্য পুলিশের অভিযান চলেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর