বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১২:২২ অপরাহ্ন
বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা কেমন, নির্বাচনের সময় সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল এবং অনলাইনগুলো কেমন ভূমিকা পালন করে, সেসব বিষয়ে ধারণা নিল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল।
সোমবার রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিশন কার্যালয়ে অন্তত দুই দফায় বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রতিনিধিদের সঙ্গে ইইউ প্রতিনিধি দলটি কথা বলে।-খবর তোলপাড় ।
ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর, ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ ও প্রথম আলোর ইংরেজি সংস্করণের সম্পাদক আয়েশা সিদ্দিকসহ বিভিন্ন সংবাদমাধ্যমের ১০ জন সাংবাদিক দুই দফায় এই মতবিনিময়ে অংশ নেন।
দুই সপ্তাহের সফরে ৮ জুলাই ঢাকায় আসা ইইউ দলটি বিভিন্ন অংশীজনের সঙ্গে অন্তত ৭০টি বৈঠক করেছে জানিয়ে সাংবাদিকদের বলেছে, প্রতিনিধিদলের সদস্যরা আরও অনেকের সঙ্গে নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে কথা বলবে।
ইতালির নির্বাচন বিশেষজ্ঞ রিকার্দো শেলেরির নেতৃত্বে ছয় সদস্যের এই ইইউ প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দলে আছেন ফ্রান্সের বৈদেশিক নীতি বিষয়ে বিশেষজ্ঞ মেরি হেলেন এন্ডারলিন, গ্রিক রাজনৈতিক বিশেষজ্ঞ দিমিত্রি আইওয়ান্নু, পর্তুগালের আইন বিশেষজ্ঞ ক্রিস্টিনা রামোস আলভেজ, ব্রিটিশ নিরাপত্তা বিশেষজ্ঞ আয়ান জেমস মিলার ও ফ্রান্সের লজিস্টিকস বিশেষজ্ঞ ক্রিস্টোফার শেমেন।