মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদদাতা,কাউনিয়া (রংপুর):
কাউনিয়া নকল সার বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক মেসার্স রিয়াদ সার ঘরের মালিক মোঃ তাহেরুল ইসলাম এর ৩হাজার টাকা করেছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কল্লোল কিশোর সরকার ও পুলিশের এসআই। কৃষিবিভাগ সূত্রে জানা গেছে, মেসার্স রিয়াদ সার ঘর থেকে নকল রিকো জিংক ৭৮কেজি, জিংক টক্স ৮কেজি পাওয়া যায়। পরে জনসমক্ষে উক্ত ভেজাল সারগুলো মাটিতে পুতে ফেলা হয়। এলাকার কৃষক ভ্রাম্যমান আদালত কে স্বাগত জানিয়েছে।