শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পিরোজপুরে সদস্য ফর্ম যাচাই বাচাই চুড়ান্ত ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে যাচাই বাছাই শুরু করেছে কাউখালী বিএনপি কু‌ড়িগ্রাম সীমা‌ন্তে বড়াইবাড়ি দিবসকে জাতীয়ভা‌বে স্বীকৃতির দাবি পরীক্ষা ভালো না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত‌্যা প্রেমের টানে ভাগ্নের হাত ধরে মামী উধাও বেড়েছে তেল, চাল ও পেঁয়াজের দাম, কমেছে মুরগির গুলিতে নিহত হওয়ার দুইদিন পর হাসিনুরের লাশ ফের দিল বিএসএফ বাড়তে পারে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন বিডিআর হত্যাকাণ্ডের তথ্য চেয়ে তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি শনিবার লালমনিরহাট ও নীলফামারীর দু’টি জনসভায় যোগ দিবেন জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নম্বর ক্যালেঙ্কারীতেও বহাল তবিয়তে পরীক্ষা নিয়ন্ত্রক
শুভেচ্ছা বার্তা:
ডেইলি তোলপাড় ডটকম(দৈনিক তোলপাড়) এবং আলোকিত রাজারহাট এর পরিবারের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

অ্যাকশন ভুলে ফের ‘লাভ স্টোরি’তে শাহরুখ, সঙ্গী বিদ্যা

রিপোর্টারের নাম / ৮৮ টাইম ভিউ
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

রাজ, রাহুল কি আর প্রেম ভুলতে পারে! তা সে পাঠান হোক কিংবা জওয়ান। ঢেকি যদি একবার ঠিক জায়গা পায়, তাহলে স্বর্গে গিয়েও ধান ভাঙবে! ভাবছেন এ আবার কী কাণ্ড? গোটা বিষয়টা বলিউড বাদশা শাহরুখের!

বিষয়টা খোলসা করা যাক। বেশ কয়েক বছর ধরে প্রেমকে ভুলে শাহরুখ অ্যাকশনে মত্ত। চেহারা ভেঙেচুরে, নতুন নতুন লুক নিয়ে পর্দায় হাজির। শাহরুখের যে রাহুল, রাজ অবতার দেখে নারী মনে হইচই পড়ে যেত, সে শাহরুখকে এত অ্য়াকশন করলে মানায়! মেয়েদের মনের কথা যেন জানতে পেরেছেন খোদ বাদশা। আর তাই তো, যেমন ভাবনা তেমন কাজ।-বিনোদন তোলপাড়।

বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, শাহরুখ নাকি অ্যাকশন ভুলে ফের একবার প্রেমের গল্পের রাজা হবেন। আর তাঁর সঙ্গী হবেন বিদ্যা বালান। সম্প্রতি ‘ভুলভুলাইয়া ৩’ ছবির প্রচারে এই নিয়ে বিদ্য়াকে জিজ্ঞাসা করা হলে, বিদ্য়াই এই খবর ফাঁস করেন। সূত্র বলছে, এক পরিণত প্রেমের গল্পেই নাকি জুটি বাঁধছেন এই দুজন। তবে এই ছবি নিয়ে বেশি কিছু ফাঁস করতে চাননি বিদ্যা।

শাহরুখের কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের কেরিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তাঁর পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ। আর এবার পালা মেয়ের। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।

প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তার দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তাঁর মেয়ে সুহানা। তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

প্রথমবার শাহরুখ-সুহানা একসঙ্গে। সেই ছবি নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। কোন ভূমিকায় দেখা যাবে শাহরুখকে? ঘনিষ্ঠ সূত্রে খবর, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাকন্যা থাকছেন, সেখানে কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর