বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১২:৫১ পূর্বাহ্ন
চট্টগ্রামে আবেদনের পরও পুলিশের অনুমতি না পাওয়ায় আগামী শনিবার জামায়াতে ইসলামীর সমাবেশ হচ্ছে না। তবে চলতি মাসের মধ্যেই ফের সমাবেশের অনুমতির জন্য পুলিশের দ্বারস্থ হবে নিবন্ধন হারানো দলটি।
এর মধ্যে ১৫ জুলাই মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে গিয়ে আবেদনের পরও অনুমতি না পাওয়ায় গত বুধবার সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন দলের চট্টগ্রাম মহানগর কমিটির নেতারা। তবে সংবাদ সম্মেলনে সমাবেশের বিষয়ে কোনো বক্তব্য দেননি নেতারা।
সমাবেশের বিষয়ে জানতে দলের চট্টগ্রাম মহানগরীর প্রচার সম্পাদক এ এইচ এম কামালের সঙ্গে যোগাযোগ করলে তিনি কেন্দ্রীয় শুরা সদস্য ও নায়েবে আমির আ জ ম ওবায়দুল্লাহর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। তবে বুধবার আ জ ম ওবায়দুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তার সাড়া পাওয়া যায়নি। পরদিন (বৃহস্পতিবার) যোগাযোগের চেষ্টা করা হলে অনুমতি না পাওয়ায় ২২ জুলাইয়ের সমাবেশ স্থগিতের কথা জানান তিনি।
নায়েবে আমির আ জ ম ওবায়দুল্লাহ বলেন, ‘আমরা দু-দুবার পুলিশের কাছে যাওয়া সত্ত্বেও কোনো কারণ ছাড়াই তারা অনুমতি দেয়নি। আমরা সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছি। তবে জুলাইয়ের মধ্যেই আবার অনুমতি চাইব পুলিশের কাছে। আমরা আশাবাদী, পুলিশ অনুমতি দেবে। আর যদি অনুমতি না দেয়, পরবর্তী করণীয় সম্পর্কে তখন সিদ্ধান্ত নেয়া হবে।’
জামায়াতকে সমাবেশের অনুমতি না দেয়ার বিষয়ে সিএমপির গণসংযোগ কর্মকর্তা স্পীনা রানী প্রামাণিক বলেন, ‘শুধু জামায়াত না, সব দলের সব সমাবেশের অনুমতির আগে পুলিশের বিশেষ শাখা একটি গোপন প্রতিবেদন দেয়। সেই প্রতিবেদনের ওপর নির্ভর করে অনুমতি দেয়া হয়। জামায়াতের ক্ষেত্রেও সেটা হয়েছে। তবে প্রতিবেদনটা যেহেতু গোপনীয়, তাই এ বিষয়ে মন্তব্য করা যাচ্ছে না।’
এর আগে বুধবারের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, আগামীকাল ২২ জুলাই চট্টগ্রাম মহানগরী লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি চেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বরাবরে গত ১৫ জুলাই আইনজীবীদের একটি প্রতিনিধিদল পাঠানো হয়। তারা ১৭ জুলাই আবার অনুমতির বিষয়ে জানতে কমিশনারের কার্যালয়ে যান। কিন্তু কোনো কারণ দর্শানো ছাড়াই সিএমপি কমিশনার কার্যালয় আমাদের সমাবেশের অনুমতি দিতে অস্বীকার করে।’-সম্পাদনায় চট্টগ্রাম বার্তা সম্পাদক ।