শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন

আয়ারল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করল বাংলাদেশ

রিপোর্টারের নাম / ২৪ টাইম ভিউ
Update : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

চলতি মাসেই তিন ওয়ায়নডে ও তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আইরিশদের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিগার সুলতানা জ্যোতি ১৫ সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা দলের বেশিরভাগ সদস্যই আছেন আসন্ন এই সিরিজে। সবমিলিয়ে শক্তিশালী দলই ঘোষণা করেছে স্বাগতিকরা।-খবর তোলপাড়।

শুক্রবার (২২ নভেম্বর) ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড নারী দল। এরপর ২৭ নভেম্বর মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। এ দুটি ম্যাচও হবে মিরপুরেই।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ড বাই: দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর