বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১১:৩২ পূর্বাহ্ন
রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):
শেরপুরের শ্রীবরদীতে টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের সদস্যদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ এবং উপকারভোগীদের সাথে মতবিনিময় করা হয়েছে। শনিবার বিকালে ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে উপজেলার মেঘাদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন এমপি। এসময় সুফল প্রকল্পের ১৫৪ জন উপকারভোগী সদস্যদের মাঝে ২ কোটি ১২ লাখ ৫৬ হাজার ২ শত ৭৩ টাকার চেক বিতরণ করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সুফল প্রকল্পের প্রকল্প পরিচালক ও উপ-প্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া। সহকারি বন সংরক্ষক আবু ইউসুফের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপকারভোগী সবুজ কোচ প্রমুখ।বিতরণের সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকীউল বারী, বালিজুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম, বালিজুড়ি, মালাকোচা, কর্ণঝোড়া ও ডুমুরতলা বিট কর্মকর্তাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এসময় আওয়ামীলীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এছাড়াও বালিজুড়ি রেঞ্জে সুফল প্রকল্পের আওতায় স্টাফ ব্যারাক উদ্বোধন করা হয়।