বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:১৭ অপরাহ্ন

নোটিশ:
দৈনিক তোলপাড় পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। তোলপাড় পত্রিকা আপনার আমার সবার। আপনার এলাকার উন্নয়নের ভূমিকা হিসেবে পত্রিকাটির মাধ্যমে আমরা দায়িত্ব নিয়েছি।  এ জন্য বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলা-বিভাগ-কলেজ ক্যাম্পাসসহ গুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে পত্রিকাটির পর্ষদ।  আগ্রহী হলে আপনিও এক কপি রঙিন ছবিসহ নিম্ন ঠিকানায় সিভি প্রেরণ করে নিয়োমিত সংবাদ পাঠাতে পারেন। সেই সাথে সারা বিশ্বে আপনার এলাকার প্রতিষ্ঠানের প্রচারেরর জন্য  ৫০% কমিশনে বিজ্ঞাপন দিতে পারেন।

কুড়িগ্রামে দিনেদুপুরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম, টাকা ছিনতাই

সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে পূর্ব শত্রুতা জেরে দিনে দুপুরে দুই ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখম ও টাকা ছিনতাইের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ওই ইউনিয়নের উত্তর কুমরপুর কাণিবাড়ী এলাকায়।

আহতরা হলেন, সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর ফকিরপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে শাকিল আহমেদ (২০) ও নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের জুম্মা পাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে মাঈদুল ইসলাম (৪৩)। আহতরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ ঘটনায় আজ সোমবার (২৪ জুলাই) কুড়িগ্রাম সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আব্দুল হাকিম নামের একজন। এতে অভিযুক্ত করা হয়েছে ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কানিবাড়ী এলাকার রাসেল আহমেদ, আমিনুল ইসলাম ও এনামুল হকসহ আরও অনেককে।

অভিযোগ সুত্রে জানা যায়, গত বুধবার সকালে

ব্যবসায়ী মাঈদুল ইসলাম ও শাকিল আহমেদ।

উত্তর কুমরপুর ফকিরপাড়া এলাকার আব্দুল হাকিম এর বাড়ি থেকে ব্যবসার প্রায় ২ লাখ ৩৬ হাজার টাকা নিয়ে বাড়ি আসার সময় পথরোধ করে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয় তাদের। এসময় তাদের কাছে থাকা নগদ ২ লাখ ৩৬ হাজার টাকা নিয়ে পালিয়ে যান অভিযুক্তরা। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ওই ব্যবসায়ীদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তবরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করে। সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় হাকিম আলী নামের একজন বলেন, আমি মাঠে কাজ করতে ছিলাম হঠাৎ চিৎকার শুনে যেয়ে দেখি মাঈদুল নামের একজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। আমরা তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা কুড়িগ্রামে রের্ফাড করে। পরে জানলাম কুড়িগ্রাম থেকেও নাকি রংপুরে পাঠিয়েছে চিকিৎসার জন্য। এরকম ঘটনা আমাদের এখানে আগে ঘটেনি। এটাই প্রথম দেখলাম।

এ ব্যাপারে অভিযুক্ত আমিনুল ইসলাম বলেন, আমি টিউশনি করেই সংসার চালাই। বুধবার সকালে টিউশনি শেষ করে বাড়ি যাওয়ার সময় শাকিলরা আমার উপর আক্রমণ চালায়। পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি লোকজন আমাকে হাসপাতালে ভর্তি করায়। পরে কি হয়েছে আমি জানি না। এ বিষয়ে আমি থানায় তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছি।

স্থানীয় ইউপি সদস্য ওসমান আলী বলেন, ঘটনার দিন আমি বাহিরে ছিলাম। লোকমুখে শুনেছি আমিনুল নামের একজনকে নাকি কেউ মেরেছে। এতোটুকুই আমি জানি।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এম আর সাঈদ বলেন, এবিষয়ে একটা লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

দৈনিক তোলপাড় এর পক্ষ থেকে সকল পাঠক লেখক সাংবাদিক ও শুভানুধায়ীকে প্রাণঢালা অভিনন্দন। আনন্দের সাথে জানাচ্ছি যে, পত্রিকাটি বাংলাদেশের প্রতিটি বিভাগ জেলা উপজেলা থানা কলেজ ক্যাম্পাস-এ এক ঝাঁক তরুন-তরুনী সাংবাদিক নিয়োগ করতে যাচ্ছে ।

আগ্রহীরা দ্রুত এক কপি ছবিসহ প্রধান সম্পাদক বরাবর আবেদন করুন.. আবেদন পাঠানোর ঠিকানা-dailytolpercv@gmail.com

এছাড়া বিশেষ ৫০% ছাড়ে সারাবিশ্বে প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন। বিজ্ঞাপন পাঠানোর ঠিকানা-dailytolpernews@gmail.com যোগাযোগ করুন-+88 01915394614, +8801719026700


© All rights reserved © 2017 তোলপাড়