বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:১৩ অপরাহ্ন
রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):
“নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহাকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকীউল বারি। উপজেলা মৎস্য অফিসার সাইফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ওসি তদন্ত নাঈম মোহাম্মদ নাহিদ হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, মৎস্য চাষী তাজুল ইসলাম, সাংবাদিক ফরিদ আহমদ রুবেল প্রমুখ।
আলোচনা শেষে সফল চাষীদের পুরস্কার বিতরণ করা হয়।